আবহমান-৬। ক্রোড়পত্র- হায় রাম। সম্পাদনায় বেবী সাউ, মণিশংকর বিশ্বাস হিন্দোল ভট্টাচার্য

Friday, May 4, 2018

সুমন দত্ত







ঋণ 

আমার মতো স্বল্প আয়ের একজন রুক্ষ মানুষের পাশে 
এইযে তুমি শিকড় আঁকড়ে দাঁড়িয়ে আছো
মাটি কামড়ে পড়ে আছো তপ্ত রোদে, ভারী বর্ষায় --
ঝরে পড়া শিউলি ফুলের পাপড়িতে আমি রাখি সেই ঋণ ।

আমি দেনায় জর্জর একটা দেহ নিয়ে গিয়ে বসি নদীতীরে 
আমাকে নিয়ে আর কত দূর যাওয়া যায় বলো ?
পাহাড় চড়তে পারিনা, সমুদ্রে ভীষণ ভয় !
এই তুমুল অনুকম্পায় কেঁপে ওঠে আমার বুক ।

এই জীবনে আমার আর কিছু চাইনা 
তুমি শুধু শেষবারের মতন 
একটা পছন্দসই মৃত্যু এনে দিও ।
নির্ঝরের মতো বয়ে যাবো কাজল রেখা ভেঙে 

আমায় দাও, আমি যাই ...

No comments:

Post a Comment