রিক্তরঞ্জক
আমি রাত্রি ;
সন্ধ্যাজাতক ;
জলমিনার থেকে
শুষে নেই অগ্নি।
দাউ দাউ পোড়া যায়
রক্তের হৃদয়।
শতশত কফিনসরণি
পেরিয়ে মাড়িয়ে
তুমি যখন
দূর পাহাড়ের
দ্বিধাদীর্ণ জরায়ুতে।
টিলারও মগডালে
চিরদুপুরের ঢেউ
আমাকে ছিটকে ফেলে
তোমার সেই ভূতল-বিদ্যায়তনে
অধীত অন্ধজ্ঞানে আমি চক্ষুষ্মাণ আজ।
পুষ্পবাক
পৃথিবীর ইতিহাসের বাইরে
ফুটে আছে এই
তারাপ্রস্তরতা,
অমাবস্যাময় বেঁচে থাকার
সরণিতে এক ফোঁটা
চাঁদনিচত্বর।
সকল হাসপাতাল ফুরোলে
চন্দনচিকিৎসা হয়ে জেগে থাকো ;
চির এক সুরভিসত্য।
এমন হেমন্তগন্ধে অন্ধ আমি
ভবিষ্যৎ-বিস্মৃত হয়ে ভাবি
প্রেম মানে ‘তুমি’ নামের
ডাউন-মেমোরি লেন।
No comments:
Post a Comment