আবহমান-৬। ক্রোড়পত্র- হায় রাম। সম্পাদনায় বেবী সাউ, মণিশংকর বিশ্বাস হিন্দোল ভট্টাচার্য

Friday, May 4, 2018

সুনন্দ মন্ডল




সমুদ্র গর্ভ
                   
                     ‎
বেলাভূমিতে সুনামির আশঙ্কা,
মুখ ফিরিয়ে যে মৎসকন্যা
ডুব দিয়েছে অতলে!
সামুদ্রিক প্ল্যাঙ্কটন খেয়ে দিন অতিবাহিত করার সংকল্প নিয়েছে সে।
তুমিও ফিরে যাও ঘরে,
যেখানে এখনো সন্ধ্যা নামে গো-ধূলির পায়ে।
যেখানে শান্ত কুটিরে প্রদীপ জ্বালিয়ে মা
বসে আছে আর,
সুখের গল্প ভাগাভাগি করে স্বামীর সাথে।
উদাসী সমুদ্রে ঢেউয়ের প্রহর গোনা
প্রভাতী সূর্যোদয়ে।
জোয়ারের তালে তাঁর ভেসে আসার কথা ছিল
আসেনি!
তুমিও চলে যাও দেউদারু বন পেরিয়ে।
সব প্রতিশ্রুতি ভেঙে দিয়ে মৎসকন্যা
চলে যেতে পারে!
তুমি এখনো তাঁরই প্রতীক্ষায়!
নাকি তোমার হৃদয়েও সুনামি?
সমুদ্র গর্ভে ভেসে যেতে চাও!

No comments:

Post a Comment