Friday, May 4, 2018

নবনীতা সেন






অসুখের দিনগুলো 


অসুখ বাড়লে বাবা মার কথা মনে পড়ে
পরবাসে থাকা প্রিয় বন্ধুকে মনে পড়ে ।
কৌতুহলে হোক বা অপত্য স্নেহে প্রতিবেশীরাও
এসে খোঁজ নিয়ে যায় নিয়মমাফিক
দুবেলা, নিজেকে বেশ ধন্য মনে হয় তাতে ।
অসুখ নামলে রাত আরো গভীর হয়।
কাটা ক্ষতের যন্ত্রণায় যখন কঁকিয়ে উঠি
সিস্টার দিদি এসে হাতের চ্যানেলে, কোমরে
ধ্যাড়ার ধ্যাড় ইঞ্জেকশন দিয়ে চলে যায়।
কেবিনে তখন স্বর্গ নামতে শুরু করে।
রাতের মৃদু আলো তখন সূর্যের চেয়েও বেশী প্রখর।
ব্যথা কমছে আমি আচ্ছন্ন হচ্ছি ঘোরে..
ঈশ্বর মাথার কাছে বসে থাকেন একা।

No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।