Friday, May 4, 2018

কৌশিক বাজারী




সংসার 


১ 

অস্থায়ী অস্থায়ী অস্থায়ী বালুচর 
ঘর তুলছি, আবাদ, মাটি খুঁড়লে উঠে আসে জল 
জলের উপরে মাটি, মাটি ভেবে আঁকড়ে ধরি ঘর। 
ভোরবেলা সরে যাচ্ছে ঘুম, স্বপ্ন ভাঙছে বেলা করে খুব 
আবাদ, মাটির ধন, স্বপ্নে দেখা সোনা সোনা ফল। 

জলে ভেসে যাচ্ছে চরাচর… 


২ 

অন্ধকার 
ডুবে যাচ্ছি, ভেসে 
এইমাত্র একখণ্ড চাঁদ সৃষ্টি হল 
এন্ড্রোমিডা মিশে গেল অন্য এক 
ছায়াপথে এসে 
নইলে আমরা নই কেউ নই কিচ্ছু নই, ধ্যান 
এইমাত্র গ্রহাণু সংঘাতে চুর্ণ দিগবিদিক জ্ঞান 
নক্ষত্র সংঘাত ওই আলোকবর্ষ ব্যাপী ভুল? 
যেভাবে ছুঁয়েছ তুমি মৃণালের বোঁটা 
যেভাবে ছুঁলাম ওই ফুল 
সৌরপ্রেম, অভিকর্ষ, তারার প্রপাত ভালবেসে? 

এন্ড্রোমিডা মিশে গেল ছায়াপথে এসে...


3 comments:

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।