Saturday, May 5, 2018

হায় রাম! : যশোধরা রায়চৌধুরী





হায় রাম!

সকালে সে দুর্বাদলশ্যাম

বৈকালে দুর্বাসা বিশেষ। 

সারাদিন চশমা মুছে করেছে নিকেশ

ভারতীয় সংস্কৃতির অধ্যাত্ম বিজ্ঞান। 



কত কিছু যোগ দিয়ে হয়েছে ভারত

এক কোপে লেজ কেটে শিং মুছে, গোঁফে

তা দিয়ে সে তৈরি করবে আদিম কারখানা

এক ছিদ্র দিয়ে তার মানুষ ঢোকাবে

অন্য মুখ দিয়ে সে বমন করবে স্বপ্নাদ্য চোনা



মধ্যপর্বে বিভ্রান্ত গুটিকয় গো-সন্তান বটে

রাবণের চৌষট্টি বংশধর উদ্ধার করতে জোটে



এই ট্রাডিশন বাবা সমানে চলেছে

আদি ও বিকল্পহীন প্রতি নির্দেশিকা ত বলেছে

না মানিলে ঝুঁটি ধরে নেড়ে দেবে লোকে

অশ্লীল পাশ্চাত্যরীতি উপড়োবে পলকে



নিষ্পাপ শিশুও যোদ্ধা,  প্রেম উলটে বেবাক ধর্ষণ

পারিজাতবনে আজ তরোয়াল,  বর্শার বর্ষণ

নারী  ফেরো ঘোমটায় অস্ত্র ধরো প্রণয়ী যুবক

দুর্বাদলশ্যাম রাম আজ হলেন প্রজাহন্তারক


No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।