Friday, May 4, 2018

নীলম সামন্ত






রামধনু

কোন ধর্মগ্রন্থ নেই আমার প্রেমিকের নামে..
খানিক অস্তিত্ব আছে
আঁচলের সুতোয়
প্রাচীন ওম....

অনেকদিন ধরে ভালো থাকলে
মনে হয় ভালোথাকার ভেতর
দীর্ঘশ্বাস জন্ম নিয়েছে

যতবার সহজে লিখতে যাই
কুশল মঙ্গলের কথা
ততবার গুটিয়ে যাই
অজানা জ্বরে

প্রেম বুঝি মিশে গেছে
বালিশের ভাঁজে
নগর জুড়ে বোঝাপড়া
আন্দোলন
মধ্যরাতে এসরাজের টান

একবার পৃথিবী এঁকেছিলাম
বকুলের বীজে
উল্লাস লুটিয়ে পড়েছিল
রোদ্দুরের পায়ে পায়ে
বৈকালিক প্রেম
হেমন্তের ডাকবাক্স

প্রেমিকের নাম নিলে
ধর্মের রঙ রামধনু হয়ে যায়
অথচ কোন ধর্মগ্রন্থ নেই
আমার প্রেমিকের নামে.....

No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।