Friday, May 4, 2018

নীপবীথি ভৌমিক







                                                তিনটি কবিতা


দ্বন্দ্ব সমাস


এই যে দ্যোতমান পথ
এই যে শব্দের অক্ষর ছুঁয়ে আজ  দ্বন্দ্ব সমাসের জীবন
   মধ্যস্থতায় বিষণ্ণ হয়  কিছু দিন,পথে কিছু সময় ।

অথচ,আমরা তো সেই মৃত্যুরই দাস
   দিকচক্রবাল জুড়ে যতই ঝড় উঠুক অক্ষরমালার
বার্ধক্য কিংবা অকাল বৈধ্যবের আয়না, সে যে খুঁজে ফেরে
  বাসিমুখ,জল নদীর অভিযান ।


জ্বর


  অনেক জ্বর বুঝি তোমার ওই অশান্ত শরীর ছুঁয়ে !
   অথচ,জ্বর আসলে শুনেছি তো তোমার
     ম্রিয়মাণতার গল্পকথা

আমার রাঢ় বাংলার দেহেও আজ  জ্বরগন্ধী তীব্রতা
 তাপ যন্ত্রের গায়েও ক্রমবর্দ্ধমান আরোহণের ছন্দ,
  তাই,স্নান জলে রাখা আমার অপরাহ্নের ভীমপলশ্রী
শীতল পটিতে আরোগ্যের শুদ্ধ সারং


বিরহ


 সীমান্ত রেখা আঁকো কেন !সেখানেও তো আসতে পারে
   কিছু ঝড়, কিছু বৃষ্টির মায়াখেলা।

বিরহ যখন ঘুম ঘরে যায়,আগন্তুক অমাবস্যা আসে,
   পূর্ণিমা নয়

অথচ এই যে অমাবস্যার কথন
যার শ্লোকে শ্লোকে অন্ধকারের দিনলিপি !
কেউ না কেউ ছুঁয়ে দেখো তাকে   চোখ ছুঁয়ে নামে
    সীমান্ত হীন ছায়ার ছায়া ।

     আমি যে পূর্ণিমা দেখিনি কখনো
তাই অমাবস্যায় আমার বিরহের প্রেম আখ্যান ।

No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।