Saturday, May 5, 2018

ফিরে পড়া কবিতা - কবিতা সিংহ




কবিতা

ছেড়ে যেও না__  থাকো!
ও আমার বাজারে না বিকোনো
লোহার অলক্ষ্ণী।
অশুভ রমণী, তুমি থাকো।

এই দেখো, যশ অর্থ কাম মোক্ষ
সব ফেলে দিয়ে
নিঙড়ে ধরেছি আয়ুষ্কাল
অয়ি তৃষাতুরা

তুমি শুষে নেবে বলে দেখো!
এই দেখো একেলা রাত্রির কালো
নিকষ-বিড়াল
নির্নিমেষ তারার নখরে
শরীর আঁচড়ায়, আর চিহ্ন আঁকে
কেবল তোমার!

ছেড়ে যেও না___  থাকো!
তুমিই আমার একমাত্র ধর্ম হও
আগুনের যেমন দাহিকা!
আমি যেন সৎ হই তোমার অ্ঙ্গারে
এই একা সতিদাহে পাশে পাই
তোমাকে কেবল!

হল্কার অস্থির মারে ভেঙে দাও
আমার কপাল।


বিসর্জনের পর

বিসর্জনের পর বুঝেছি জেনেছি
একদিন পুজো হয়েছিলো।
আজ তাই অন্ধকারে ফিরে ফিরে
অকাল বোধন।

তারপর চোখ চুল হাসি কথা
টুপটাপ অন্ধকারে ফেলে
বাড়তি আত্মার কাছে জেনে নিই
কাকে বিসর্জন?

জেনে নিই কে কার প্রতিমা

No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।