Saturday, May 5, 2018

অনিন্দিতা গুপ্ত রায়





অন্ধসঙ্গীত


এক

অনেকটা দূর অবধি ঘন হয়ে থাকছি না আর
অপেক্ষাকৃত লঘু মেঘ যতদূর পাখির স্বভাবে পালক
উড়ান ঘষে ঘষে মুছে ফেলা যাক, রানওয়ে ঝাপসায়
ঋতুবদলের স্পর্শে ভুল করে তুমি বিপন্নতা বেছে নিচ্ছ
স্বেচ্ছামৃত্যুর মত স্থিরতায়, আর অন্ধকারে
ঠিকমত বুঝে উঠতে পারছ না আকাশ অংশত মেঘলা কি না!  

দুই

ফিরে আসার গল্পে বড়ো বেশি কল্পনাপ্রবণতা।
কে ফিরেছিল? চোখের কাছে নষ্ট হওয়া জল
না কী হাত থেকে ছুঁড়ে ফেলা সময়!
একমাত্র আয়না ছাড়া কিছুই আলোকে’ও ফেরায় নি কোথাও
বুদ্‌বদ মানে সেইই ত বাস্পবিতানে কিছুটা বিভ্রম
তাইই জানা উপসংহা্রে এসে দাঁড়িয়ে হাসি পায়
উদাসীনতার মধ্যে গলা অব্ধি নেমে যাচ্ছে অসম্মত চাঁদ
তাকে ভিখিরি ভেবে তোমার স্পর্ধা খুচরো বিষাদ গোনে
চশমা চুরির আগে খোঁজ নিলে জেনে যেতে
জন্মান্ধ আমার কোনও চাঁদে বা সূর্যে কিছু যায় আসে না!





No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।