Friday, May 4, 2018

শিবু মণ্ডল






হৃষীকেশের পথে

১।
পানকৌড়ি ডুবিতেছে পানকৌড়ি ভাসিতেছে
হৃষীকেশ জলে। কী নাম দিবে সে এই
রঙ্গিন স্রোতস্বিনীরে !
শরীর ধোয়া কী
শরীর শুকানো কী, জানে না সে
কোয়ান্টাম জাম্প দিতে বাসা ছেড়ে পালিয়েছে !
হারায়নি হারায়নি সে
শুধু ভাসিতেছে আর ডুবিতেছে...

২।
তোমার আগমনী চরণে তাকিয়ে আমি মহাকাশ খুঁজি
যাত্রাপথের দ্রুততায় ভেসে যাই যখন
লাহিড়ী মহাশয়ের সমাধি হাইওয়ের পাশে শুয়ে হাসে

৩।
মানুষের সুখ নেই মানুষের দুঃখ নেই
আহ্‌ মরণ শুধু কাশফুলের মতন দোলে


No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।