Friday, May 4, 2018

ঐশী চক্রবর্তী





একটি শহর তার মৃত্যু 
          

রোদে পুড়তে ইচ্ছে করার ইচ্ছেকে আত্মহত্যাপ্রবৃত্তি বলে। 
  বিদেশে এর অনেক নাম হয় যেমন, সেলফ হেটরেড, সেলফ মিউটিলেশন, 
           সেলফ ইনজ্যুরি এবং সবশেষে সুইসাইডাল টেনডেনসিস...  
  গঙ্গা নদীর অববাহিকায় শহর গড়ে ওঠে... নীলচে- সাদা শহর--- 
     গালে হাত বুলিয়ে যাকে ডাকা হয় ' সিটি অফ জয়' বলে। 
          '' প্রেমিক তুমি ঈশ্বর হও'', ----------- প্রেমিক ধর্ষকাম।
     শরীর খুঁড়ে খুঁড়ে দেখেও আঁশ মেটেনা, এবার খুলে দেখতে চায়। নারীর কঙ্কালেও বুঝি থাকে রমণের স্বেদ, শীৎকারের ভাষা... আহা! প্রেমিক পুরুষ!! 

               গাড়ির নীচে দু-খণ্ডিত হয় অপ্সরা তিলোত্তমা।  

No comments:

Post a Comment

দেবমাল্য চক্রবর্তী

মা নিষাদ   ‘শয়তান, তুই নরকে যাবি পাপ-পুণ্যের জ্ঞান নেই তোর, শয়তান, তুই নির্ঘাৎ নরকে যাবি অভিশাপ দিচ্ছি তোকে, তুই নরকে যাবি’ দস্য...

ক্লিক করুন। পড়ান।